কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় এবং আগের থেকে করোনার সংক্রমণ কিছুটা কমায় আরও কিছু দূরপাল্লার ট্রেন পরিষেবা ফের চালু করতে চলেছে পূর্ব রেল। সব ঠিক থাকলে আগামী ৫ জুলাই থেকে আরও ১৮ টি দূরপাল্লার ট্রেন চালাবে তারা। বুধবার এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, যে ট্রেনগুলি চালানো হবে, সেগুলির সময়, পথ ও স্টপেজের কোনও পরিবর্তন করা হচ্ছে নাwb। ৫ জুলাই থেকে প্রতিদিন চলবে আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশ্যাল, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদা-নবদ্বীপ ধাম এক্সপ্রেস। ৬ জুলাই থেকে প্রতিদিন চলবে আজিমগঞ্জ-হাওড়া, নবদ্বীপ ধাম-মালদা এক্সপ্রেস। ৭ জুলাই থেকে সপ্তাহে চারদিন (সোম, বুধ, শুক্র এবং শনিবার) চলবে লালগোলা-কলকাতা এক্সপ্রেস। ৮ জুলাই থেকে প্রতিদিন চলবে হাওড়া-আজিমগঞ্জ, আজিমগঞ্জ-হাওড়া, হাওড়া-রামপুরহাট, রামপুরহাট-হাওড়া, হাওড়া-সিউড়ি, সিউড়ি-হাওড়া এক্সপ্রেস। ১১ জুলাই থেকে শুধু রবিবার চলবে আসানসোল-দিঘা ও দিঘা-আসানসোল এক্সপ্রেস।এটা ঘটনা, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হয়ে গিয়েছিল সব মেল, এক্সপ্রেস ট্রেন। আগামী সপ্তাহের মধ্যে তা চালু করার নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জিএম মনোজ যোশি। বুধবার রেলকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তিনি জানান, হাওড়া থেকে মুম্বই, মালদা থেকে দিল্লি-সহ একাধিক জায়গা থেকে ট্রেনের প্রচুর চাহিদা রয়েছে। যাত্রীরা বারবার দাবি করছেন, যে সব দূরপাল্লার ট্রেন করোনার দ্বিতীয় ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল, সব ট্রেন চালু করা হবে আগামী সপ্তাহের মধ্যে। আর তাই পূর্ব রেলের বিভিন্ন শাখায় দূরপাল্লার মেল, এক্সপ্রেস-সহ আরও মোট ১৮ টি ট্রেন চালু হয়ে যাচ্ছে আগামী বুধবারের মধ্যে।
কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় এবং আগের থেকে করোনার সংক্রমণ কিছুটা কমায় আরও কিছু দূরপাল্লার ট্রেন পরিষেবা ফের চালু করতে চলেছে পূর্ব রেল। সব ঠিক থাকলে আগামী ৫ জুলাই থেকে আরও ১৮ টি দূরপাল্লার ট্রেন চালাবে তারা। বুধবার এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, যে ট্রেনগুলি চালানো হবে, সেগুলির সময়, পথ ও স্টপেজের কোনও পরিবর্তন করা হচ্ছে নাwb। ৫ জুলাই থেকে প্রতিদিন চলবে আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস স্পেশ্যাল, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদা-নবদ্বীপ ধাম এক্সপ্রেস। ৬ জুলাই থেকে প্রতিদিন চলবে আজিমগঞ্জ-হাওড়া, নবদ্বীপ ধাম-মালদা এক্সপ্রেস। ৭ জুলাই থেকে সপ্তাহে চারদিন (সোম, বুধ, শুক্র এবং শনিবার) চলবে লালগোলা-কলকাতা এক্সপ্রেস। ৮ জুলাই থেকে প্রতিদিন চলবে হাওড়া-আজিমগঞ্জ, আজিমগঞ্জ-হাওড়া, হাওড়া-রামপুরহাট, রামপুরহাট-হাওড়া, হাওড়া-সিউড়ি, সিউড়ি-হাওড়া এক্সপ্রেস। ১১ জুলাই থেকে শুধু রবিবার চলবে আসানসোল-দিঘা ও দিঘা-আসানসোল এক্সপ্রেস।এটা ঘটনা, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বন্ধ হয়ে গিয়েছিল সব মেল, এক্সপ্রেস ট্রেন। আগামী সপ্তাহের মধ্যে তা চালু করার নির্দেশ দিয়েছেন পূর্ব রেলের জিএম মনোজ যোশি। বুধবার রেলকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তিনি জানান, হাওড়া থেকে মুম্বই, মালদা থেকে দিল্লি-সহ একাধিক জায়গা থেকে ট্রেনের প্রচুর চাহিদা রয়েছে। যাত্রীরা বারবার দাবি করছেন, যে সব দূরপাল্লার ট্রেন করোনার দ্বিতীয় ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল, সব ট্রেন চালু করা হবে আগামী সপ্তাহের মধ্যে। আর তাই পূর্ব রেলের বিভিন্ন শাখায় দূরপাল্লার মেল, এক্সপ্রেস-সহ আরও মোট ১৮ টি ট্রেন চালু হয়ে যাচ্ছে আগামী বুধবারের মধ্যে।
Post A Comment:
0 comments so far,add yours