শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
৩০ জন একসঙ্গে পড়ে গেলেন এক গভীর কুয়োয়! বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বিদিশা জেলার গাঞ্জ বাসোদা এলাকার একটি গ্রামে এই কাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, প্রথমে ওই কুয়োয় পড়ে যায় একটু বাচ্চা ছেলে। তাকেই উদ্ধার করার চেষ্টা করছিলেন গ্রামবাসীরা। সে সময়ে অনেক মানুষের ভার সহ্য করতে না পেরে কুয়োটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ভেতরে পড়ে যান জনা তিরিশ মানুষ! সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। উদ্ধারকারী দল এসে কাজ শুরু করে, হাত লাগান গ্রামবাসীরাও। ২০ জনকে উদ্ধার করে তোলা গেছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের সকলেরই অল্পবিস্তর চোট লেগেছে। ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিন্তু বাকি ১০ জন এখনও নিখোঁজ। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তিনি উদ্ধার কাজের উপর কড়া নজর রাখছেন এবং বিষয়টি নিয়ে অত্যন্ত উগ্বিগ্ন। তিনি বলেন, 'জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্যের উদ্ধারকারী দল একসঙ্গে কাজ করছে। উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে আছেন। আমি খেয়াল রাখছি।' কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জানিয়েছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিত্সায় যেন কোনও ত্রুটি না হয়, তাও দেখবে তাঁর সরকার।
Post A Comment:
0 comments so far,add yours