১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!
উল্টোডাঙা ফুটওভার ব্রিজে ওইটা কী? তুমুল হইহই
হিন্দু হয়েও কোন ‘বুদ্ধির জোরে’ জঙ্গির AK 47-এর নলের মুখ থেকে ফিরলেন দেবাশিস?
মধ্যরাতে ডাক পড়ল পাক কূটনীতিকের, ৭ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
বৈসরনে সেই রিসর্টের বাইরে রিলস বানাচ্ছিলেন পর্যটক, আচমকাই গুলির শব্দ-আর্তচিৎকার, পরের মুহূর্তেই…ভয়াবহ ছবি পর্যটকের পোস্ট করা ভিডিয়োয়
ট্রলারডুবি হলো বঙ্গোসাগরে। গতকাল সন্ধ্যা নাগাদ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলাদেশ বর্ডার এর কাছে ভধু মা। নামে ট্রলারটি ডুবে যায়। প্রবল জলের ডেউ এ ট্রলারের তলা ফেটে যায়। বিপদ সংকেত বাজিয়ে দেওয়ার, সঙ্গে সঙ্গে আশেপাশে মাছ ধরতে থাকা কাকদ্বীপের দুটি ট্রলার দ্রুত গতিতে চলে আসে। অনেক চেষ্টা করে ওই ট্রলারের মধ্যে থাকা 16 জন মৎসজীবি কে তারা উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজনের অসুস্থ হয়ে পড়ার খবর আসছে। কয়েকদিন আগে কুলতলি থানার সানকি জান এলাকার বাসিন্দা কৃষ্ণ দাস নামে ট্রলার মালিকের এই ভোদু মা ট্রলারটি মাছ ধরতে বেরিয়েছিল। গতকাল সন্ধ্যা নাগাদ এই বিপর্যয়ের মুখে পড়ে বলে জানা গেছে। মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে ডুবে যাওয়া ট্রলারটি সন্ধানে রওনা দিয়েছে বেশ কয়েকটি ট্রলার গত 14 তারিখে বঙ্গোপসাগরে হৈমবতী ট্রলারটি ডুবে যাওয়ায় 10 জন মৎসজীবি প্রাণ হারিয়েছিলেন। এক্ষেত্রে ভোদু মা ট্রলার টি ডুবে গেলেও প্রাণে বেঁচে যায় 16 জন মৎসজীবি।
Post A Comment:
0 comments so far,add yours