আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
পর্নফিল্ম বানিয়ে অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty) রাজ কুন্দ্রাকে (Raj kundra) গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পর্নফিল্ম কাণ্ডে। এরপর থেকেই শোরগোল গোটা ইন্ডাস্ট্রিজুড়ে। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন মিকা সিং (Mika Singh)। যে অ্যাপে রাজ প্রযোজিত প্রাপ্তবয়স্কদের ছবি দেখা যেত, সেই অ্যাপ তিনি দেখেছেন বলে জানিয়েছেন।
মুম্বইয়ের সাংবাদিকদের কাছে মিকা জানান, 'আমি ওই অ্যাপ দেখেছি। সেটার বিষয়ে বিশেষ কিছু না জানলেও সেখানে বিশেষ কিছু তো দেখতে পাইনি। আমার তো সাধারণই লেগেছিল। তেমন কিছু ছিল না ওই অ্যাপে। আশা করি, খুব বড় কিছু ঘটবে না। যদিও এখন সবটাই আদালতের হাতে। বিচারকরাই সত্য-মিথ্যা বিচার করবেন।' পাশাপাশি রাজ কুন্দ্রাকে ভাল মানুষ বলেও জানান মিকা।
উল্লেখ্য, পুলিশি সূত্রে খবর, ইংল্যান্ডে প্রদীপ বক্সি নামে রাজের এক ঘনিষ্ঠ বন্ধু থাকেন। সেখানে কেনরিন প্রোডাকশন হাউজ নামের একটি প্রযোজনা সংস্থা চালান। ওই কোম্পানির চালানোর পাশাপাশি তিনি রাজেরও বিজনেস পার্টনার ছিলেন। রাজ কুন্দ্রার মোবাইল ঘেঁটেই নাকি পুলিশ সেই তথ্য জোগাড় করেছে। এমনকী পর্নফিল্ম বানিয়ে কত মুনাফা হত, সেই সম্পর্কিত রাজ-প্রদীপের হোয়াটসঅ্যাপ চ্যাটও পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে রাজকে সিএমএম আদালতে পেশ করা হলে আগামী ৪ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় তাঁকে। এমনকী, জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত বন্দি থাকতে হবে তাঁকে।
Post A Comment:
0 comments so far,add yours