পাচার করার আগেই প্রায় হাজার খানেক টিয়াপাখি উদ্ধার করল রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদায়। গোপন সূত্রে খবর অনুযায়ী মালদা আরপিএফের একটি দল মালদা স্টেশনে এসে পৌঁছোন। মঙ্গলবার রাতে কলকাতাগামী ডাউন যোগবানি এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে মালদা রেল পুলিশ।


উল্লেখ্য, ট্রেনের ৮ নম্বর স্লিপার কোচ সন্ধান করে প্রায় হাজার খানেক টিয়া ও একটি বিরল প্রজাতির ময়না পাখি উদ্ধার করা হয়। তার সাথে ধরা পড়ে শেখ শহীদ নামে এক চোরাকারবারি। এদিন রাতেই আরপিএফ মালদা ফরেস্ট রেঞ্জ অফিসের অফিসারের কাছে অভিযুক্ত সহ টিয়া পাখি গুলো তুলে দেওয়া হয়। তবে, পাখিগুলি কোথা থেকে সে নিয়ে এসেছিল, বা কোথায় পাচারের ছক ছিল তা এখনও স্পষ্ট হয়নি। মালদা আরপিএফ এর ইন্সপেক্টর বি শর্মা আরও জানান, 'ধৃত যুবক কাটিহার থেকে টিকিট কেটে ট্রেনে উঠেছিল। আর সেই টিকিট বর্ধমান পর্যন্ত কাটা ছিল। বিশেষ সূত্রে খবর, আগে থেকেই ছিল যার ফলে ট্রেনটি যখন তিন নম্বর প্লাটফর্মে ঢুকে তখনই আমাদের আরপিএফ কর্মীরা ৮ নম্বর স্লিপার কোচের উঠে তল্লাশি চালিয়ে টিয়া পাখি সমেত ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। তবে ধৃত ওই যুবক পাখিগুলি কোথা থেকে নিয়ে কোথায় যাচ্ছিল সেটা এখনও পরিষ্কার হয়নি। তবে ওই যুবক পাচারকারীর কাজে যুক্ত। আমরা উদ্ধার হওয়া পাখিগুলি সহ ধৃত ওই যুবককে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দিয়েছি।'


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours