করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ তথা রাজ্য। সংক্রমনে রাশ টানতে এখনও রাজ্যে ১৫ জুলাই পর্যন্ত চলছে কড়া বিধিনিষেধ। এই লকডাউন অথবা বিধিনিষেধের ফলে কর্মসংস্থানে ধাক্কা খেয়েছে অনেকটাই। উপার্জনের সামর্থ্যটুকুও অনেকের চলে গেছে। লকডাউন এর ফলে ব্যবসা-বাণিজ্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। বিভিন্ন সংস্থায় অর্ধেক বেতন করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। এই সব কিছুর পরেও দেশ তথা রাজ্যে যেভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যবিত্ত মানুষের কপালে হাত। পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য দিন দিন যে হারে বাড়ছে, তাতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ


এরই প্রতিবাদে সারা রাজ্য থেকে জেলা জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজ্যের তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। এই ইস্যুকে হাতিয়ার করে বৃহত্তর আন্দোলনে নামতে চাইছে শাসক দল। এই পরিপ্রেক্ষিতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলার বিভিন্ন অঞ্চলে সংগঠনের পক্ষ থেকে সাইকেল মিছিল করছেন জেলা নেতৃত্বরা। বিভিন্ন রাজনৈতিক দল মূল্যবৃদ্ধির প্রতিবাদে এগিয়ে এসেছে। কংগ্রেস, সিপিএম ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে চলেছে পাল্লা দিয়ে। একটাই দাবি সাধারণ মানুষের স্বার্থে এই লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি অবিলম্বে হ্রাস করতে হবে। এমনকি বিভিন্ন পেট্রল পাম্পে মালিকের পক্ষ থেকে আলো নিভিয়ে চলছে প্রতিবাদ। তেমনই এক অভিনব উদ্যোগে প্রতিবাদ জানাল উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটির বিধানসভার বিধায়ক মদন মিত্র মহাশয়। গরুর গাড়িতে চেপে প্রতিবাদে অংশ নিল কামারহাটির বিধায়ক মদন মিত্র। যে হারে পেট্রোল ডিজেল দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের পক্ষে রাস্তায় গাড়ি নিয়ে বেরনো দুষ্কর হয়ে পড়েছে। যার ফলে এই গরুর গাড়ি একমাত্র সম্বল। তার মতে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন রাস্তায় এখন থেকে গরুর গাড়ি চালাতে হবে। লাগবে না তার জন্য কোন পারমিট, কোন লাইসেন্স। যতদিন পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম কমছে ততদিন মানুষের ভরসা এই গরুর গাড়ি । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনিভাবে কটাক্ষ মদন মিত্র- এর। এদিন কামারহাটি রথতলা মোড় থেকে নিজে সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন মদন মিত্র। তারপর তিনি গরুর গাড়িতে চড়ে পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান। এই মিছিলে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা সহ কামারহাটির তৃণমূল নেতৃত্ব।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours