প্রেমে ব্যর্থ। তাই প্রেমিকাকে করা ভিডিয়ো কল চলাকালীন আত্মঘাতী হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির গিরিপাড়া গ্রামে। মৃতের নাম সৌভিক পাল (১৮)। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গিরিপাড়ার বাসিন্দা জহর পাল মত্‍স্যজীবী। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। সৌভিক ছিলেন বড়। বেশ কিছুদিন ধরে প্রতিবেশী এক নাবালিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু ইদানীং সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিল প্রেমিকা। আর তাতেই অভিমান হয় সৌভিকের। রবিবার ফাঁকা বাড়িতে প্রেমিকাকে ভিডিয়ো কল করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সৌভিক।

পুলিশ দেহ উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা সৌভিককে মৃত ঘোষণা করেন।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন সৌভিক। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours