উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে ভর্ত্‍সনা করল হাই কোর্ট। দুপুর ২টো নাগাদ কমিশনের চেয়ারম্যানকে আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন অনিয়ম হয়েছে, সরাসরি তাঁর কাছ থেকেই জানতে চাইতে পারে আদালত।

শুক্রবার এই মামলার শুনানি হয় হাই কোর্টে। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, এই কমিশন কোন আধিকারিকরা চালাচ্ছেন? অবিলম্বে কমিশনকে খারিজ করা উচিত। একই সঙ্গে কমিশনকে অপদার্থ বলেও উল্লেখ করেছেন বিচারপতি।

২০১৯-এর ১ অক্টোবর ইন্টারভিউের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের পরেও কেন তা প্রকাশ করা হল না তা-ও জানতে চাওয়া হয়েছে কমিশনের কাছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours