গতবছর আমফান ঝড়ের পর সরকারি সাহায্যদান নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিরোধী শিবিরের পক্ষ থেকে বহু অভিযোগ উঠেছিল সে সময়। অভিযোগ করা হয়েছিল, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপুরণ না দিয়ে, যাদের ক্ষতিপূরণের কোন প্রয়োজন নেই, তাদের দেয়া হয়েছে সরকারি অর্থ। তাই এবার যশ এর ক্ষতিপূরণ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুয়ারে ত্রাণ প্রকল্পে আবেদনের পর তার স্কুটিনি করা হবে, স্কুটিনি হয়ে যাবার পর প্রকৃত ক্ষতিগ্রস্তদের দেয়া হবে ক্ষতিপুরণ। আর, এবার স্কুটিনি করতে গিয়ে প্রায় ৫০% আবেদনকারীর নাম বাতিল করল সরকার।

যশ ঝড়ের পর রাজ্যের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, ঝড়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের দুয়ারে ত্রাণ প্রকল্পের দ্বারা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১ লা জুন থেকে শুরু করে ১৮ ই জুন এর মধ্যে দুয়ারে ত্রাণ প্রকল্পের জন্য আবেদন জানাতে হবে। আবেদন করার পর ১৯ সে জুন থেকে শুরু করে ৩০ সে জুন পর্যন্ত ফিল্ড ভেরিফিকেশন ও স্কুটিনি করা হবে। এরপর দেয়া হবে আর্থিক সাহায্য।
প্রকৃত ক্ষতিগ্রস্থরা যাতে ক্ষতিপূরণ পান সেজন্যেই এই ব্যবস্থা।

সরকারের এই ঘোষণার পর একাধিক জেলা থেকে দুয়ারে ত্রাণ প্রকল্পের জন্য বহু মানুষ আবেদন জমা দিয়েছিলেন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বীরভূম, হুগলি, কলকাতা থেকে বহু মানুষ আবেদন জানিয়েছিলেন। জানা গেছে এই প্রকল্পে মোট ৩ লক্ষ ৮১ হাজার ৭৭৪ টি আবেদন জমা পড়েছিল। কিন্তু, তা থেকে ১ লক্ষ ৮৬ হাজার ৮১৫ টি আবেদন বাতিল করে দেয়া হয়েছে। অর্থাত্‍, প্রায় ৫০ শতাংশের কাছাকাছি আবেদন বাতিল করে দেয়া হয়েছে। এগুলো সমস্ত ছিল ভুয়ো আবেদন। যা বাতিল করতে গিয়ে প্রায় চক্ষুচড়কগাছ অবস্থা সরকারের।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours