মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ অসম ও মেঘালয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২। ভূমিকম্পের উত্সস্থল অসমের গোয়ালপাড়া। ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। কম্পন অনুভূত বাংলাদেশেও।
ভূমিকম্পের কারণে ঘর থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। পম্পা পোদ্দার নামে এক মহিলা বলেন, ''সবে ঘুম থেকে উঠেছি, তার পরই দেখি ঘর কাঁপছে। ভয়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসি। আতঙ্কে রয়েছি। কারণ এর আগেও অনেকবার ভূমিকম্পের অভিজ্ঞতা হয়েছে। তবে খুবই মৃদু কম্পন অনুভূত হয়েছে।''
এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Post A Comment:
0 comments so far,add yours