লোকাল ট্রেন চালু করার দাবিতে বৃহস্পতিবার তুলাকালাম হয়েছে সোনারপুর, মল্লিকপুর ও ঘুটিয়ারিতে। অবরোধ, ভাঙচুরে ৩ ঘণ্টা বন্ধ থাকে স্টাফ স্পেশাল চলাচল। এবার শুক্রবার হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালানোর দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
শুক্রবার লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) দেখা করেন হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলার সঙ্গে। ডিআরএমের অফিসে লোকাল ট্রেন চালানোর জন্য লিখিত আবেদন করেন।
লকেটের দাবি, করোনা বিধিনিষেধের মধ্য়ে লোকাল ট্রেন চলছে না। স্টাফ ট্রেনে উঠতে পারছেন না সাধারণ মানুষ। ফলে বহু মানুষকে গ্যাঁটের কড়ি খরচ করে অফিসে যেতে হচ্ছে। করোনা পরিস্থিতিতে এমনিতেই মানুষের আয় কমেছে। তার উপরে যাতায়াতের খরচ বাড়ায় আরও বিপাকে পড়েছেন তারা।

প্রসঙ্গত, লোকাল ট্রেন চালানোর ব্যাপারে এক্ষুনি রাজি নয় রাজ্য সরকার। সোজাসুজি না বললেও গতকাল মুখ্যমন্ত্রী বলেন, লোকাল ট্রেন চালু করলে সংক্রমণ যদি বেড়ে যায় তার দায়িত্ব কে নেবে। তবে লকেট চট্টোপাধ্যায় বলেন, কোভিড কমে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি উনির্বাচন করার কথা বলতে পারেন তাহলে লোকাল ট্রেন চালু করা যাবে না কেন?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours