চার মাসে জোড়া-রহস্যমৃত্যু! IIT খড়্গপুরে উদ্ধার আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ
আজই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ করবে SSC? তাকিয়ে গোটা বাংলা
নিজের স্ত্রীকে ধারার অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
ক্ষতিপূরণ চাই না, স্থায়ী BSF ক্যাম্প চাই’, তৃণমূলের প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জাফরাবাদে মৃত চন্দনের দিদি
মুখ দেখাদেখিও বন্ধ ছিল, ২০ বছর পর ‘ভাব’ হচ্ছে উদ্ধব ও রাজ ঠাকরের? মহারাষ্ট্রে রাজনীতিতে জোর জল্পনা
আজ সপ্তম বিশ্ব যোগা দিবস, আর এই যোগা দিবস উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানাতে উদযাপিত হল বিশ্ব যোগা দিবস। এই যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি শ্রী রাকেশ সিং,
এসডিপিও শ্রী অনিল কুমার রায়, কাকদ্বীপ এর বিধায়ক শ্রী মন্টু রাম পাখিরা মহাশয় , কাকদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী শিবু ঘোষ।
এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কাকদ্বীপ থানার বিভিন্ন পুলিশ আধিকারিকরা।
কোভিড বিধি মেনেই এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হয়।
Post A Comment:
0 comments so far,add yours