রাজ্যে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যরে সর্বত্র আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। আবহাওয়া রয়েছে শুষ্ক। শুষ্ক আবহাওয়া অস্বস্তি বাড়াচ্ছে সাধারণ মানুষের। রাজ্যে কয়েকদিন আগেই প্রবেশ করেছে বর্ষা। বর্ষা প্রবেশ করার ফলে লাগাতার কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমের উপর দিয়ে যাচ্ছে। যার জেরে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। আর এর জেরেই বৃষ্টিপাত হবে রাজ্যে। দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে জেলাগুলিতে আজ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃষ্টিপাত কমতেই তাপমাত্রা বাড়বে।
মৌসুমী অক্ষরেখা খুব একটা সক্রিয় নয়। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাই বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে।
Post A Comment:
0 comments so far,add yours