ফের বর্বরতা! কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ এক চিকিত্সকের বিরুদ্ধে। অভিযোগ জানাতে ফোনও এল লালবাজারে। মঙ্গলবার রিজেন্ট পার্ক থেকে এরকম একটি ফোন এসেছিল লালবাজারে। এক আয়ুর্বেদিক চিকিত্সকের বিরুদ্ধে এলাকার বাসিন্দা এক কুকুরকে ধর্ষণের অভিযোগ এনে ফোন করেন। অভিযোগ পেয়েই লালবাজারের তরফে যোগাযোগ করা হয় রিজেন্ট পার্ক থানায় শেষ পর্যন্ত অভিযুক্ত ওই চিকিত্সককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই চিকিত্সকের নাম এস রায়। বয়স ৬০। গত কয়েক বছর ধরে অরবিন্দ পার্কের কাছে দিদির বাড়িতে থাকেন তিনি।
অনিতা অধিকারী নামে এক মহিলার অভিযোগ, খাওয়ানোর নাম করে পাশের বাড়ির একটি কুকুরকে নিজের বাড়িতে নিয়ে যান তিনি।
কিছুক্ষণ পরেই কুকুরের চিত্কার শুনতে পাওয়া যায় এবং খেয়াল করেন কুকুরটির রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন লালবাজারে। তারপরই রিজেন্ট পার্ক থানার পুলিশ গিয়ে বৃদ্ধকে গ্রেপ্তার করে। ওই বৃদ্ধের মানসিক পরিস্থিতি ঠিক রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours