আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে সোমবার থেকে ১৮ উর্ধ্বদের টিকাকরণ শুরু করতে পারছে না পশ্চিমবঙ্গ সরকার। অন্যদিকে, একদিনে সর্বাধিক টিকা দেওয়ার নিরিখে রবিবারই নতুন রেকর্ড গড়ে ফেলল অন্ধ্র প্রদেশ। সংবাদ সূত্র মারফৎ জানা গিয়েছে, একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে রবিবার গোটা অন্ধ্র প্রদেশ জুড়ে গণ টিকাকরণ কর্মসূচি চালানো হয়। তাতেই মাত্র একদিনে প্রায় সাড়ে ১৩ লক্ষ মানুষকে টিকা দেওয়া গিয়েছে। যা ভারতে এক নতুন রেকর্ড। এর আগে এক দিনে কোনও রাজ্যে এই পরিমাণ টিকাকরণ হয়নি।
রবিবার সকাল থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত এই রাজ্যে মোট মোট ১৩ লক্ষ ৪৫ হাজার ৪ জন করোনার ভ্যাকসিন নিয়েছেন। যদিও এখানে পুরো হিসেব নেই। কারণ, রাত ৯ টা পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলেছে। এবং রাজ্যের তরফে সন্ধ্যা ৮ টা পর্যন্ত রিপোর্ট পেশ করা হয়েছে সংবাদ মাধ্যমে।
রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “সন্ধ্যা ৮ টা পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। যা গোটা দেশের অর্ধেক। ভারত সরকার যদি ভ্যাকসিন সরবরাহ নিরবচ্ছিন্ন রাখে তবে আমাদের চিকিৎসক দল এবং চিকিৎসা কর্মীরা দৈনিক ১০ লাখের বেশি টিকা দিতে সক্ষম, আজকের ঘটনা তা প্রমাণ করে।” এই আসামান্য প্রাপ্তির কৃতিত্ব দেওয়া হয়েছে সমস্ত জেলাশাসকদেরও।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির উদ্যোগেই এই বিশেষ টিকাকরণ কর্মসূচি চালানো হয়েছিল গোটা রাজ্যজুড়ে। এর আগেও একদিনে ৬ লক্ষ ডোজ় ভ্যাকসিন দিয়ে দৈনিক টিকাকরণে রেকর্ড গড়েছিল অন্ধ্র প্রদেশ। এ বার জাতীয় স্তরে নতুন রেকর্ড গড়ল এই রাজ্য।
Post A Comment:
0 comments so far,add yours