ফোন আসছে… ৯৯ শতাংশ ক্ষেত্রেই সেগুলো গুজব: জাভেদ শামিম
এখানে কি ক্ষমতা জাহির করতে প্রতিবাদ? করতে হলে দিল্লি যান’, নওশাদের ওয়াকফ প্রতিবাদ নিয়ে খোঁচা তৃণমূলের
আরও ‘ঝাঁঝ’ বাড়াচ্ছেন চাকরিহারারা, এবার নিলেন বিরাট সিদ্ধান্ত
নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তুললেন শুভেন্দু
এবার ভাঙড়! রাস্তার উপরই আগুন লাগিয়ে দেওয়া হল পুলিশের বাইকে, পরপর ভাঙচুর গাড়ি
উপরে যেই ছবিটা দেখছেন উনি হলো লেডি মেহেরবাই টাটার । বুকে ঝুলছে ২৪৫ ক্যারাটের ডায়মন্ড , কহিনূরের দিগুন সাইজ, যা তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে পত্নীকে উপহার দিয়েছিলেন । ১৯২০ সালে ঐ ডায়মন্ড বন্ধকি রেখে টাটা আয়রন এন্ড স্টীল কোম্পানিকে সংকট থেকে বাঁচিয়ে ছিলেন ।
লেডি মেহেরবাই টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিেলেন । উনি শাড়ী পরতেন । ১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান । স্বামী ডোরাবজী টাটা ( জামসেডজী টাটার ছেলে) স্ত্রীর সেই ডায়মন্ড ও অন্য সমস্ত গয়না বিক্রি করে ফান্ড তৈরী করেন এবং টাটা ক্যানসার হসপিটাল এর সৃষ্টি হয় ।
Post A Comment:
0 comments so far,add yours