কন্যাশ্রী পরেই ছাত্র-ছাত্রীদের জন্য বর্তমান রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সবুজ সাথীর সাইকেল প্রকল্প। যা সমাদৃত হয়েছে সারাবিশ্বে। গত বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে, নদীয়ার শান্তিপুরে এম এন স্কুলে সাইকেল এসে পৌঁছালেও তা দেওয়া সম্ভব হয়নি ছাত্র-ছাত্রীদের। শান্তিপুর বিধানসভার অন্তর্গত সাতাশটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কিছুদিন আগে শুরু হয়েছে এই প্রক্রিয়া । শিক্ষা প্রতিষ্ঠান গুলি কার্যত বন্ধ থাকলেও অনলাইনের মাধ্যমে পড়ুয়াদের সাথে যোগাযোগের ভিত্তিতে শুরু হলো সাইকেল বিতরণ অর্থাত্ সবুজ সাথী প্রকল্পের কর্মসূচি।
তবে শান্তিপুর শরত্ কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে আজ থেকে এই প্রকল্পের সূচনা হলেও গতকাল শান্তিপুর রাধারাণী স্কুলে উক্ত কর্মসূচির সূচনা হয়েছে । শুধু তাই নয় শান্তিপুর দূর্গামনি , সুত্রাগড় গার্লস প্রভৃতি স্কুলেও উক্ত কর্মসূচির সূচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে । অন্যদিকে আজকেই শান্তিপুর শরত্ কুমারী স্কুলে ২০০ জন ছাত্রী সবুজ সাথীর আওতাধীন সাইকেল পেয়েছেন বলেই উক্ত কার্যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার সাথে কথোপকথন সূত্রে জানা গেছে । দূরদূরান্তের স্কুল পড়ুয়ারা স্কুলে নির্দিষ্ট সময়ে পৌঁছাবার তাগিদেই এই প্রজেক্ট, এবং তাতে তারা খুশি ।
Post A Comment:
0 comments so far,add yours