ফাঁকা ট্রেনের বগি থেকে কাপড়ে মোড়ানো সদ্যোজাতো কন্যা সন্তান উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা টাউন স্টেশনে। বৃহস্পতিবার রাতে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জামালপুর মালদা ইন্টারসিটি থেকে এক সাফাইকর্মী বাচ্ছাটি উদ্ধার করে। উদ্ধার হওয়া সদ্যোজাতটিকে মালদা স্টেশনের চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। রাতেই তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায় বৃহস্পতিবার রাতে মালদা টাউন স্টেশনে পৌঁছায় জামালপুর- মালদা ইন্টারসিটি। সমস্ত যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে ছিল দুই নম্বর প্ল্যাটফর্মে। সেই সময় এক সাফাই কর্মী ডি-৫ কামরার শৌচাগারে যায়।
দরজার পাশের সিটে কাপড় মোড়ানো কিছু পড়ে থাকতে
কাছে গিয়েও কি আছে বুঝতে না পেরে কপড় মোড়া সরিয়ে দেখে। ভেতরে দেখে ঘুমন্ত অবস্থায় একটি কন্যা সন্তান। চিত্কার করে বলে কে বাচ্চা ছেড়ে গিয়েছে। কিন্তু কোন সাড়া না পেয়ে বাচ্চাটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়।
Post A Comment:
0 comments so far,add yours