এক দম্পতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কৈলাসপুর গ্রামে। রবিবার সকালে শোয়ার ঘর থেকে ওই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। স্বামীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষ প্রয়োগের জেরে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত স্বামীর নাম গৌতম হালদার (২৮) ও স্ত্রীর নাম লক্ষী রাজবংশী হালদার (২৪)। এদিন সকালে মৃতদেহ দুটি দেখতে পান প্রতিবেশীরা। পুলিশে খবর দিলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহের জেরে স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে বচসা লেগে থাকত স্বামীর। সেই সন্দেহের বশেই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে অনুমান প্রতিবেশীদের। স্ত্রীকে বিষ খাইয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours