‘অমিত শাহকে কন্ট্রোল করুন’, সরাসরি প্রধানমন্ত্রীকে বললেন মমতা
সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
ইউনূসের সঙ্গে গোপনে বৈঠক করছেন করুন, তবে আপনাদের প্ল্যানিংটা ঠিক কী?’, মমতার নিশানায় কেন্দ্র
উল্লেখ্য, মুর্শিদাবাদের ধুলিয়ানে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় মঙ্গলবাই সিট গঠন হয়েছিল। সিআইডি (CID), এসটিএফ (STF) -এর অফিসারদের নিয়ে সিট অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছিল।
এটা একেবারেই কাম্য নয়’, ওয়াকফ ঘিরে বাংলার অশান্তিতে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির
বাড়ছে যাত্রী সংখ্যা, আরও ৫০টি স্পেশ্যাল ট্রেন চালাবে রেল
সোমবার থেকেই আরও ৫০টি স্পেশ্যাল ট্রেন চালাতে চলছে ভারতীয় রেল। COVID-19-এর জেরে দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার পর ফের একবার এই স্পেশ্যাল ট্রেনগুলি চালু করেছে রেল। করোনার জের একটু কমতেই যাত্রীরা চাইছেন আরও ট্রেন চলুক। এরপরেই ৫০টি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।
হাইলাইটস
- করোনার জের একটু কমতেই যাত্রীরা চাইছেন আরও ট্রেন চলুক।
- দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার পর ফের একবার এই স্পেশ্যাল ট্রেনগুলি চালু করেছে রেল।
- ৫০টি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল
করোনার দাপট নীচের দিকে নামার পর থেকেই ধীরে ধীরে ট্রেনের সংখ্যা বাড়িয়েছে ভারতীয় রেল। রেলের রিপোর্ট বলছে, শুক্রবার ৯৮৩টি এক্সপ্রেস ট্রেন চালানো হয়েছে। যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ায় জুন ১ থেকে ১৮ তারিখের মধ্যে ৬৬০টি অতিরিক্ত এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে।
এই স্পেশ্যাল ট্রেনগুলির মধ্যে রয়েছে নয়াদিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি-কালকাতা শতাব্দী এক্সপ্রেস, চণ্ডীগড়-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস, কলকা-শিমলা এক্সপ্রেসের মতো ট্রেনও। এছাড়া, একটি গরমকালীন স্পেশ্যাল ট্রেনও চালু করছে রেল। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে মহারাষ্ট্রের বান্দ্রা টার্মিনাস পর্যন্ত এই ট্রেন ছুটবে। ২৫জুন থেকে এই স্পেশ্যাল ট্রেনটি চলবে।
অন্যদিকে লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়ে পরিবহণসচিবকে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। রেলের তরফে বলা হয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় হচ্ছে। এর ফলে সংক্রমণের ঝুঁকি রয়েছে। ফলে লোকাল ট্রেন পরিষেবা চালু হলে ভিড়টা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানানো হয়েছে। উল্লেখ্য, রেলের তরফে আগেই জানানো হয়েছিল, লোকাল ট্রেন পরিষেবা কবে চালু করা হবে সে নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই।
উল্লেখ্য, বাংলায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। যার জেরে কমেছিল ট্রেনের সংখ্যা। শেষমেশ পুরোপুরি বন্ধ করা হয় লোকাল ট্রেন পরিষেবা। এই পরিস্থিতিতে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল।
Post A Comment:
0 comments so far,add yours