পেট্রোল-ডিজেলের ( Petrol -diesel ) অগ্নিমূল্যের প্রতিবাদে ভবানীপুরে চালিয়েছিলেন টানা রিক্সা। এবার সেখানেই সওয়ার সাইকেলে। পৃথিবীর বহু দেশে বড় বড় শহরে সাইকেল আরোহীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য রয়েছে পৃথক লেন। এমন ছবি যদি দেখা যেত খাস কলকাতার (Kolkata) বুকে? তিনি মন্ত্রী হলে এমন কিছু কি করতেন? মদন মিত্রের (Madan Mitra) জবাব, রেড রোডে একমাত্র সাইকেল চলাচলেরই অনুমতি দিতেন। শহর জুড়ে বানাতেন সাইকেল জোন। পেট্রোলের (Petrol) দাম ইতিমধ্যেই মুম্বই, ব্যাঙ্গালোর, হায়দরাবাদের মতো শহরে ১০০ পেরিয়েছে। কলকাতাতেও সেঞ্চুরি হাঁকানো এখন সময়ের অপেক্ষা। ডিজেলের দামও ৯০-র ঘরে ঘোরাফেরা করছে।
জ্বালানির দামের এই বাড়বাড়ন্তে নাভিশ্বাস উঠেছে জনসাধারণের। এদিনই ভবানীপুরে পাঁচ তরুণীর হাতে ব্যাটারিচালিত সাইকেল তুলে দেন মদন মিত্র। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণীদের হাতে এই সাইকেল দেওয়া হয়। বিধায়ক জানিয়েছেন, এবার থেকে প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে ১০ জন তরুণীকে দেওয়া হবে সাইকেল।
Post A Comment:
0 comments so far,add yours