দিল্লিতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৪ জনের। দিল্লির সাহদরা এলাকায় গতকাল বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপরেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক এলাকায়। সাহরদের ফর্স বাজার এলাকায় ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ৪ জন অগ্নিদদ্ধ হয়ে সেখানেই মারা যান।

এক জায়গায় অনেকগুলো সিলিন্ডার মজুত করা ছিল বলে জানা গিয়েছে। তারপরেই পর পর বিস্ফোরণ ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয়েছে। ৪ জনকে উদ্ধার করার আগেই তাঁরা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। যদিও আগুন ছড়িয়ে পড়া আগেই েসটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তাঁর চিকিত্‍সা চলছে।

চার জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিলিন্ডারের দোকানে আগুন লাগার কারণে পরপর বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দমকল। দমকলের ৯টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours