ক্যানিং থানার আইসি আতিকুর রহমানের বদলি আটকাতে ক্যানিং থানার সামনে বিক্ষোভ গ্রামের মহিলাদের। এলাকায় থাকতে হবে থানার আইসি-কে। তাকে কোথাও বদলি করা যাবে না। এই দাবি নিয়ে প্রায় শতাধিক মহিলা মঙ্গলবার বিক্ষোভ দেখাতে আসেন ক্যানিং থানাতে। তালদি, ক্যানিংয়ের আশপাশের এলাকা থেকে মহিলারা জড়ো হয়েছিলেন এই বিক্ষোভে।
বিক্ষোভকারীদের দাবি, মাত্র কয়েক মাস হল এখানে এসেছেন আইসি। এত তাড়াতাড়ি তাঁকে বদলি করা যাবে না। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁকে থাকতে হবে। প্রায় ঘন্টা দু'য়েক ধরে বিক্ষোভকারীরা থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন।
উল্লেখ্য, শুক্রবার রাজ্যের ১১০ জন আইসি-কে বদলি করার নির্দেশ দেয় রাজ্য স্বরাষ্ট্র দফতর।
সেই মতো বদলি হন ক্যানিং থানার আইসি আতিবুর রহমান। ক্যানিং থেকে তাকে পাঠানো হয়েছে কার্শিয়াং।
Post A Comment:
0 comments so far,add yours