এক চোখের দৃষ্টি হারিয়েছেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়! কোভিডে আক্রান্ত হওয়ার পরে সেরে উঠলেও তার মারাত্মক প্রভাব এভাবেই পড়েছে পরমার শরীরে। বিষয়টি নিয়ে পরমা নিজে তো বটেই, উদ্বেগে রয়েছেন চিকিত্‍সকরাও। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে, সকলকে সতর্ক করলেন গায়িকা নিজে। ছবিতে দেখা যাচ্ছে, একটি চোখে ব্যান্ডেজ করা রয়েছে তাঁর। তিনি জানিয়েছেন, চলে গিয়েছে তাঁর এক চোখের দৃষ্টি! পরমা লেখেন, 'কোভিড থেকে এখনই সাবধান হন। আক্রান্ত হওয়ার পর হয়তো প্রাণে বেঁচে যাবেন। কিন্তু অঙ্গহানি হতেই পারে। …কোনও উপসর্গ নেই। যন্ত্রণা নেই। চোখ থেকে জল পড়া নেই। অথচ বাঁ চোখের দৃষ্টি হারিয়ে ফেললাম। প্রথমদিকে ওই চোখটা একটু ভারী ভারী ঠেকছিল। আচমকাই আর দেখতে পাচ্ছি না। …আমি এখনও জানি না আদৌ কী পরিস্থিতি। আদৌ সেরে উঠব কি না। আপনারা সাবধানে থাকুন এবং আমার জন্য প্রার্থনা করুন।' কোভিড থেকে প্রায় সেরে উঠেছিলেন পরমা। এর পরে গত সপ্তাহে আচমকাই তাঁর ফের জ্বর আসে। চিকিত্‍সকের পরামর্শ মতো সমস্ত পরীক্ষা করিয়ে কোনও সংক্রমণ ধরা না পড়লেও, বেশি ছিল রক্তের সিআরপি। সেই অনুযায়ী চিকিত্‍সকরা ওষুধ দেন, অ্যান্টি বায়োটিক-সহ প্রয়োজনীয় ওষুধের কোর্স শেষও করেন গায়িকা। কিন্তু গত শুক্রবার থেকে আচমকাই বিপত্তি। তিনি জানিয়েছেন, হঠাত্‍ ঝাপসা হয়ে আসতে শুরু করে তাঁর বাঁ চোখ। ভাল করে বোঝার আগেই রবিবারের মধ্যেই ৮০ শতাংশ দৃষ্টি চলে যায় তাঁর! অথচ তেমন কোনও ব্যথা বা অস্বস্তি বোধই করেননি তিনি। এর পরে কলকাতার অন্যতম রেটিনা সার্জেন ডক্টর অভিজিত্‍ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে শহরের এক বেসরকারি আই হসপিটালে ভর্তি হন তিনি, চলছে চিকিত্‍সা। জানা গিয়েছে, কোভিড পরবর্তী ভিকেএইচ সিনড্রোম নামের এক অসুখে ভুগছেন তিনি। ওই অসুখের জেরে চিরতরে চলে যেতে পারে দৃষ্টি, সেটাই ঘটেছে গায়িকার সঙ্গে। আপাতত খুব দ্রুত চোখের সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন চিকিত্‍সক। সেইমতোই চলছে পরীক্ষানিরীক্ষা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours