যৌনতায় সম্মতি না থাকার জন্য এক যুবক আটকে রাখত শাস্তি হিসাবে কিশোরীকে মাকড়শায় ভরা আলমারিতে।এই নির্যাতন চলছিলো ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত। লিউক সেই যুবকের নাম।

সম্প্রতি এই ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছে। ইংল্যান্ডের গ্লোস্টার ক্রাউন কোর্ট কারাদণ্ডের নির্দেশ দিয়েছে অভিযুক্ত ওই যুবককে চার বছরের জন্য। মাত্র ১৪ বছর ঘটনার সময় তার বয়স ছিল। অপরদিকে ৯ বছর ছিল মেয়েটির বয়স। সম্প্রতি নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি জানায় ওই কিশোরী নিজের মায়ের কাছে। তার মা সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন।'‌অপরাধ করার সময় যদি তুমি প্রাপ্তবয়স্ক হতে তাহলে তোমার দ্বিগুণ সাজা হতো'‌- বলেন মামলাটির শুনানি চলাকালীন বিচারক জামির ট্যাবর কিউসি অভিযুক্তকে।

নির্যাতিতার আইনজীবী এই মামলায় বলেন, '‌মেয়েটিকে জোর করে চুম্বন করে অভিযুক্ত যুবক। তারপর যৌন সঙ্গম করতে চায় তার সঙ্গে জোর করে। কিন্তু তাকে মাকড়সা ভর্তি একটি অন্ধকার আলমারিতে আটক করে রাখত সে মেয়েটি বাধা দিলে।'‌

তিনি আরও বলেন, '‌ওই বয়সে মেয়েটির পক্ষে বোঝা সম্ভব হয়নি, তার সঙ্গে কী হচ্ছে। পরে একটি ম্যাগাজিনে অন্য নারীদের জীবনের কথা পড়তে গিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা বুঝতে পারে সে।'‌

নির্যাতিতা কিশোরী জানান, '‌ওই ঘটনার পর আমি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তাই ওই ভয়াবহ ঘটনাটির কথা ভুলতে ১২ বছর বয়সে মাদক নিতে শুরু করি। কিন্তু তাতেও ওই ঘটনাটির কথা ভুলতে না পেরে কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করি।'‌
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours