ফের দুঃসংবাদ বলিউডে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। দিন কয়েক আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ অভিনেতা। এবার ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

গত দু'দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। ফুসফুসে সংক্রমণ পাওয়ার পর আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার স্ত্রী রত্না পাঠক শাহ এবং তাঁর ছেলেমেয়ে সব সময় তাঁর সঙ্গেই রয়েছেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, 'গত ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। ফুসফুসে সংক্রমণ পাওয়ার পর, কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।


আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকি‌ত্‍সায় সাড়া দিচ্ছেন'।

নাসিরউদ্দিন শাহ তাঁর প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। ভারত সরকারের কাছে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত তিনি। ২০২০ সালে তাঁর দুটি ছবি মুক্তি পায়- মি রক্সম এবং বন্দিস বন্দিত। এ বছরের শুরুর দিকে তাকে 'রামপ্রসাদ কি তেহরভি'তে দেখা গিয়েছিল। রুপোলি পর্দার পাশাপাশি থিয়েটারেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন বছর ৭০-এর এই অভিনেতা। অভিনেতার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ অনুরাগী মহলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours