৭১ বছরের কৃষ্ণা দাসকে নিয়ে থাকতেন মেয়ে বছর চল্লিশের সোমা দাস...
রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার ট্যাংরায়। বৃদ্ধার দেহ আগলে রেখেছিলেন মেয়ে। পুলিশ সূত্রে খবর, ট্যাংরার শীল লেনের বাড়িতে ৭১ বছরের কৃষ্ণা দাসকে নিয়ে থাকতেন মেয়ে বছর চল্লিশের সোমা দাস।
পুলিশকর্মীরা বাড়ির ভেতর পৌঁছতেই দেখতে পান এক যুবকের দেহ পড়ে রয়েছে। আর পাশে রয়েছে বাবা-মা ও বোন। পুলিশ সূত্রে জানা যায় ,ওই বাড়ি ছেলে প্রিয়ঙ্কর রায়ের মৃত অবস্থায় বাড়ির একতলায় মাটিতে পড়ে রয়েছেন,আর তারই আশপাশে রয়েছেন পরিবারের অন্য সদস্যরা।
বাবা ও মা পুলিশকে জানান তার ছেলে অসুস্থ কিছুদিন পর সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ছেলে যে মৃত তা মানতেই চাইছেন না বাবা-মা। চিকিৎসকেরা পুলিশকে জানান অন্ততপক্ষে ৩ থেকে ৫ দিন আগে মৃত্যু হয়েছে প্রিয়ঙ্করের।
সেই বছরই হরিদেবপুরে উঠে আসে রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া। স্বামীর মৃতদেহের সঙ্গে বসবাস করতে দেখা যায় বৃদ্ধা স্ত্রীকে। পুলিশ গিয়ে দরজা ভেঙে অমরনাথ সান্যালের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে। স্বামীর মৃতদেহের পাশে নির্বিকার হয়ে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী। পুলিশের অনুমান, ৩-৪ দিন আগেই মারা গেছেন অমরনাথ।
Post A Comment:
0 comments so far,add yours