লিপিকার ‘ধনুক ভাঙা পণে’ জল ঢাললেন ফিরহাদ, খুশি এলাকাবাসীরা
এই বয়সেও রেহাই নেই! ৭৬-এর লালুকে নিয়োগ-দুর্নীতি মামলায় তলব ইডির
সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
হার মানবে বন্দে ভারত, এভাবেই লুপের ভিতর দিয়ে হাইস্পিডে পৌঁছে যাবেন, ভিডিয়ো প্রকাশ রেলমন্ত্রীর
শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ
বিগত ২৬শে মে যশ ঝড়ের ফলে পশ্চিম বঙ্গের উপকূলবর্তী অঞ্চল ও সুন্দরবন এলাকায় বিরাট জলোচ্ছাস দেখাযায় । যার ফলে এখনো অনেক মানুষ ঘরছাড়া । তার ব্যাপক প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ অঞ্চলে। গৃহহীন সেই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে মগরা অঞ্চলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রঙিন পথ। তারা তাদের মানবিক হৃদয় নিয়ে সাগরদ্বীপের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
বিপদসংকুল মুড়িগঙ্গা নদী পাড়করে পৌঁছে গিয়েছে সাগর সঙ্গমে কপিল মুনির আশ্রমের পার্শবর্তী অসহায় মানুষের কাছে। সেখানে তারা ১৫০ পরিবারের হতে ত্রান তুলে দেয়।এই কাজ করতে গিয়ে তাদের অনকে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়, কিন্তু তারা মানসিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ
Post A Comment:
0 comments so far,add yours