শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
বীরভূম জেলা তৃণমূলে অনুব্রত-শতাব্দীর দ্বন্দ্ব কি তাহলে মিটে যাওয়ার মুখে? রবিবার দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে জেলা কমিটির সভায় একসঙ্গে দেখা গেল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও সাংসদ শতাব্দী রায়কে।
বীরভূম জেলা তৃণমূলের মধ্যে অনুব্রত-শতাব্দীর দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। একে অপরের বিরুদ্ধে মুখও খুলেছেন তাঁরা। তৃণমূলের সাংগঠনিক একাধিক সভায় দু’জন একসঙ্গে উপস্থিত হননি অনেকদিন। শেষবার লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে দু’জনকে সভা করতে দেখা গিয়েছিল। নির্বাচন মিটে যাওয়ার পর আর দু’জনকে একসঙ্গে কোনও দলীয় সভায় দেখা যায়নি। বীরভূম জেলা কমিটির সভাও দীর্ঘদিন ডাকা হয়নি বলে খবর। বিধানসভা নির্বাচনে বীরভূমে ভাল ফল করেছে তৃণমূল। এখন পরবর্তী কৌশল ঠিক করতে জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছিল। দ্বন্দ্ব মিটিয়ে সেই বৈঠকে হাজির হলেন শতাব্দী ও অনুব্রত। বৈঠক শেষে শতাব্দী জানালেন, ‘‘বিধানসভা নির্বাচনে যে আসনগুলিতে দলের ফল খারাপ হয়েছে, সেগুলির সাংগঠনিক দিক।
রবিবার বোলপুরের জেলা পার্টি অফিসে জেলা সংগঠনের বৈঠক ডাকা হয়। সেখানে অনুব্রত, শতাব্দী রায়-সহ জেলা নেতৃত্বের প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
Post A Comment:
0 comments so far,add yours