কোভ্যাক্সিন টিকা নিয়ে বিদেশে যাওয়ার সমস্যা আগেই দেখা দিয়েছিল। এবার কোভিশিল্ড টিকা নিয়েও একই সমস্যায় পড়ছেন বহু ভারতীয়। মূলত ইউরোপীয় ইউনিয়ন দেশগুলিতেই নতুন 'ভ্যাকসিন পাসপোর্ট' এর নিয়মে কোভিশিল্ডকে অনুমোদন প্রাপ্ত ভ্যাকসিন বলে গণ্য না করায় সমস্যায় পড়ছেন বিদেশযাত্রী, বিশেষত পড়ুয়ারা। দ্রুত তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলেন টিকা প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট প্রধান আদর পুনাওয়ালা। সোমবার সংস্থার সিইও টুইট করে জানান, 'বহু ভারতীয়, যাঁরা কোভিশিল্ডের টিকা নিয়েছেন, তাঁরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে যেতে সমস্যায় পড়ছেন। আমি সকলকে আশ্বস্ত করছি যে গোটা বিষয়টি শীর্ষস্তরে জানানো হয়েছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই টিকা নিয়ামক সংগঠন ও কূটনৈতিক স্তরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সমাধান হয়ে যাবে।'
ভারতে কোভ্যাক্সিন তৃতীয় পর্যায়ে ট্রায়াল চলাকালীনই অনুমোদন পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন পায়নি। কিন্তু কোভিশিল্ডের ক্ষেত্রে তা নয়। অন্যান্য দেশে কোভিশিল্ডের টিকাপ্রাপকরা সমস্যায় না পড়লেও সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের চিকিত্সা নিয়ামক সংগঠন মোট চারটি টিকায় অনুমোদন দিয়েছে। এতে ইউরোপে তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন পেলেও একই উপাদানে তৈরি ভারতে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়নি। আগামী ১ জুলাই থেকে ইউরোপে ডিজিটাল কোভিড সার্টিফিকেট দেওয়া শুরু হবে। টিকা নেওয়া থাকলে, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে বা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলে এই সার্টিফিকেট দেওয়া হবে। করোনাকালে স্বাধীনভাবে চলাচলের জন্য প্রয়োজন পড়বে এই সার্টিফিকেটের। যাঁরা বিদেশ থেকে আসবেন, তাঁদের কাছেও এই সার্টিফিকেট থাকতে হবে। বর্তমান নিয়মে কোভিশিল্ড প্রাপ্ত ভারতীয়রা কোনও সমস্য়ায় না পরলেও ১ জুলাইয়ের নতুন নিয়মে তাঁদের কোয়ারেন্টিন সহ অন্যান্য কোভিডবিধি মানতে হবে।
Post A Comment:
0 comments so far,add yours