বিয়ের পর স্বামী সন্তানকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন গৃহবধূ। গ্রামেরই এক যুবকের সঙ্গে তিনি চলে গিয়েছিলেন অন্যত্র। দীর্ঘ আড়াই বছর পর গ্রামে পা রাখতেই জুটল সেই 'পাপের' শাস্তি। গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হল ওই গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে। আড়াই বছর পর পালিয়ে যাওয়া যুবকের হাত ধরেই গ্রামে ফিরেছিলেন ওই মহিলা। খবর পেয়েই তাঁদের বাড়ি চড়াও হয় মহিলার শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ তারাই মহিলার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সারা গ্রাম ঘোরাতে শুরু করে। এমনকি সেই ভিডিও তোলা হয় মোবাইলে। ভিডিওতে দেখা যায়, এক মহিলা হেঁটে যাচ্ছেন, তাঁর গলায় জুতোর মালা। পিছনে পিছনে হেঁটে চলেছেন একাধিক পুরুষ। হাতে লাঠি। মহিলার উদ্দেশে তাঁরা বলছেন 'চল, তাড়াতাড়ি চল'। খবর পেয়েই অবশ্য ঘটনাস্থলে পৌঁছে যায় ঘাটাল থানার পুলিশ। ওই মহিলাকে উদ্ধার করেন তাঁরা। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সকলকেই পাকড়াও করা হবে। উপযুক্ত শাস্তি পাবেন তাঁরা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours