ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পেশাগত আচরণ নিয়ে প্রশ্ন তুলে বড় অঙ্কের জরিমানা ধার্য করার প্রস্তাব দিল কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক। এ ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে দিল্লি। সেই সঙ্গে জানিয়েছে, এই বিজ্ঞপ্তি জারি করার ৩০ দিনের মধ্যে আলাপনবাবু আত্মপক্ষ সমর্থন করে রিপোর্ট পেশ করতে পারেন। কিংবা সশরীরে হাজির হয়েও ব্যাখ্যা দিতে পারেন। তা যদি তিনি না করেন তা হলে তদন্ত কমিটি তাঁর বিরুদ্ধে অভিযোগ তথা আরোপের ভিত্তিতে একতরফা রায় দিতে পারবে। গত ৩১ মে আলাপনবাবুর চাকরির মেয়াদ শেষ হয়েছে। পরদিন তাঁকে দিল্লিতে নর্থ ব্লকে রিপোর্ট করতে বলেছিল কর্মিবর্গ মন্ত্রক। কিন্তু তা না করে সেদিনই অবসর নেন তিনি।
আবার সঙ্গে সঙ্গে আলাপনকে তাঁর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর আলাপনবাবু কেন্দ্রের চিঠির এক প্রস্ত জবাব দিয়েছেন। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় কর্মিবর্গ মন্ত্রক। ১৬ জুন তারিখে যে বিজ্ঞপ্তি জারি করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, অল ইন্ডিয়া সার্ভিসের (ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল) আইনের ৮ নম্বর রুল অনুযায়ী কেন্দ্রীয় সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে বড় অঙ্কের জরিমানা করার প্রস্তাব করছে। কারণ পেশাগত অসদাচরণ বা আচরণের ব্যাপারে তাঁর বিরুদ্ধে কিছু চার্জ রয়েছে। সেই সব আরোপ সম্বলিত একটি পৃথক তালিকাও মেমোরেন্ডামের সঙ্গে দেওয়া হয়েছে। তা ছাড়া যে সব সাক্ষ্যর ভিত্তিতে আর্টিকেল অব চার্জ গঠন করা হয়েছে, তাঁদের নামেরও তালিকা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সব আরোপ আলাপনবাবু মেনে নিতে পারেন, কিংবা তা নিয়ে আপত্তি তোলার অধিকারও তাঁর রয়েছে। তবে তিনি যা করবেন তা যেন ১৬ জুন থেকে ৩০ দিনের মধ্যে করেন। কেন্দ্রের এই নোটিসের ব্যাপারে নবান্ন বা আলাপনবাবু এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তা জানালে প্রতিবেদনে আপডেট করা হবে। সদ্য আলাপনবাবুর মাতৃবিয়োগ হয়েছে। কিছুদিন আগে ভাইয়ের মৃত্যুর পর তাঁর পরিবারে ফের এমন শোকের ঘটনা ঘটেছে। তবে এদিন অবশ্য তিনি নবান্নে এসেছেন। এখন তিনি এ ব্যাপারে সংবাদমাধ্যমকে কিছু বলেন কিনা বা সরাসরি কেন্দ্রকে জবাব দেন কিনা সেটাই দেখার।
Post A Comment:
0 comments so far,add yours