শরীরে ছিল না পোশাক। গলা থেকে সমান করে কাটা মুণ্ড! মাস দু’য়েক আগে সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় দিনে দুপুরে উদ্ধার হয়েছিল এমনই এক বীভত্স দেহ। কর্মব্যস্ত সেক্টর ফাইভের এই ঘটনা আলোড়ন ফেলেছিল। তারই তদন্তে নেমে এবার মৃতের ভাইকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মহিষবাথান থেকে পাপ্পু যাদব নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গত এপ্রিল মাসের ৮ তারিখ সল্টলেক সেক্টর ফাইভ এলাকার মোল্লার ভেরির পাশ থেকে পবন যাদব নামে এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে, পবন বিহারের বাসিন্দা। কর্মসূত্রে সল্টলেকে ঘর ভাড়া নিয়ে থাকতেন।
সঙ্গে থাকতেন ভাই পাপ্পু যাদব ও সন্তোষ যাদব।
এদিকে পবনের মৃত্যুর পর থেকেই খোঁজ ছিল না সন্তোষ ও পাপ্পুর। ফলে পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে। তাঁদেরই স্ক্যানারে রেখে তদন্ত শুরু হয়। বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজে তল্লাশি চলে। অবশেষে বৃহস্পতিবার রাতে মহিষবাথান এলাকা থেকে পাপ্পু যাদবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পাপ্পু যাদব এবং সন্তোষ যাদবই তাঁদের অন্য ভাই পবন যাদবকে খুন করেছেন
তবে কী কারণে এই খুন তা এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। পাশাপাশি আরেক ভাই অর্থাত্ সন্তোষ যাদব এখনও পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত পাপ্পু যাদবকে শুক্রবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগোতে চায়। পাপ্পুকে জেরা করে সন্তোষের নাগালও পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours