নামতে নামতে ১৬০০-র নীচে নেমে এল রাজ্যের করোনা সংক্রমণ। তবে গত দু’দিন যাবত্‍ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও আশা জাগাচ্ছে জেলায় জেলায় নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। কিন্তু উত্তর ২৪ পরগনার মতো জেলায় মৃত্যু এখনও ঠেকানো যাচ্ছে না। মঙ্গলবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩২। তার আগের দিন ২৯। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২১ হাজার ১১৬ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪১ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন।


শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ১৬৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ৩ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন.

আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার- গতকাল আক্রান্ত ৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

দার্জিলিং- গতকাল আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কালিম্পং- গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-৩।

উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মালদহ- গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।

নদিয়া- গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।

বীরভূম- গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

পুরুলিয়া- গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া- গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

হাওড়া- গতকাল আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৫ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১।

হুগলি- গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার-৫।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৮ জন। মৃত্যু: সোমবার-৯, মঙ্গলবার-১১।

দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু: সোমবার-৫, মঙ্গলবার-২।

কলকাতা- গতকাল আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৪ জন। মৃত্যু: সোমবার-৭, মঙ্গলবার-৭।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours