মগরাহাট স্টেশনে আগুন, আগুনে ভস্মীভূত আট থেকে দশটি দোকান
গঙ্গাসাগরে মহিলাদের পরিচালনায় ধুমধাম করে শুরু হলো ২৪ প্রহর নামযজ্ঞ
পাথরপ্রতিমা কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন দল হলো কাকদ্বীপ লক্ষীনারায়নপুর সবুজ সংঘ এবং রানার্স আপ দল হলো পাথরপ্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন
কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
কেরলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নামখানার একই পরিবারের ৩ জন। ভিন্রাজ্যে কী ঘটেছে, তাও স্পষ্ট নয় নিখোঁজ ৩ জনের পরিবারের কাছে। ফলে উত্কণ্ঠায় রয়েছে পরিবার। বিষয়টি জানানো হয়েছে ফ্রেজারগঞ্জ উপকূল থানায়।
নামখানার গণেশনগরের দুয়েরঘেরির বাসিন্দা শুকদেব দাস, শান্তিরাম দাস এবং সুশান্ত দাস। মাস দেড়েক তাঁদের কোনও খোঁজ মিলছে না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তাঁদের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ৪ বছর ধরে তাঁরা ট্রলারে মাছ ধরার কাজ করতেন। গত বিধানসভা নির্বাচনের সময় ভোট দিতে বাড়ি ফিরেছিলেন তাঁরা। তার পর পাড়ি দেন কেরলে। গত ৫ই মে সমুদ্রে যাওয়ার আগে ওই ৩ যুবক তাঁদের পরিবারের সঙ্গে শেষ বার কথা।
এর পর প্রায় দু'মাস কেটে গেলেও, ওই ৩ তুতো ভাইয়ের এখনও কোন খোঁজ মেলেনি।
যে সংস্থার মাধ্যমে তাঁরা কাজ পেয়েছিলেন, তাদের তরফে জানানো হয়েছে, একটি ট্রলার নিখোঁজ। কিন্তু এর বেশি কিছুই জানতে পারেননি নিখোঁজ মত্স্যজীবীদের পরিবারের সদস্যরা।
Post A Comment:
0 comments so far,add yours