ভারতের ‘মিনি ব্রাজিল’, মারাদোনা-মেসি; ফুটবল বন্দনায় প্রধানমন্ত্রী মোদী
গুজরাট হিংসার পিছনে কী কারণ? মুখ খুললেন মোদী
সমস্যায় পড়লে কী করা দরকার? যুব সমাজকে বড় পরামর্শ মোদীর
ট্রাম্পের সঙ্গে এত ভাল সম্পর্কের রসায়ন কী? ‘আমেরিকা প্রথম’ নীতি নিয়েও মুখ খুললেন মোদী
সাদা মনে কাদা নেই’, সুদীপের ‘অসুস্থতা’ নিয়ে বললেন কুণাল, জবাব দিলেন নয়না
মেষ- কার্যপ্রণালীতে পরিবর্তন জরুরি। লাভের সুযোগ পাবেন। গাড়ি কিনতে পারেন। পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। গৃহস্থ সুখ লাভ করবেন।
বৃষ- কোনও হস্তক্ষেপের কারণে চাকরিতে পরিবর্তন হতে পারে। যাত্রা সফল হবে। চোখের সমস্যা দেখা দিতে পারে। ধর্মীয় কাজে রুচি বাড়বে। বৈবাহিক বাধা দূর হবে।
মিথুন- নিজের মানসিকতা পরিবর্তন করুন। সময় প্রতিকূল। লাভের সুযোগ হাত ছাড়া হবে। জামিনের কোনও কাজ করবেন না। জীবনসঙ্গীর অবিবেচনায় চিন্তিত ও ক্ষুব্ধ হবেন। সংকীর্তন বিচারধারা আপনাকে পিছু টানবে।
কর্কট- প্রেম প্রসঙ্গে আনুকূল্য থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। বাধা দূর হবে। জীবনসঙ্গীর চিন্তা থাকবে।
Post A Comment:
0 comments so far,add yours