ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার আগে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন বন্দরে নজরদারি চালাচ্ছে মত্স্য দফতর। ফ্রেজারগঞ্জ বন্দরে ঘুরে মত্স্যজীবীদের সতর্ক করেন মত্স্য দফতরের আধিকারিক। নদী বা সমুদ্রে কোনও নৌকা বা ট্রলার রয়েছে কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষকেও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। 

আমফানের দুঃস্বপ্ন ফিরিয়ে আতঙ্ক বাড়াচ্ছে ইয়াস। ৭২ ঘণ্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। উপকূলবর্তী এলাকায় সতর্কতা। প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

উত্তর চব্বিশ পরগনার আমডাঙায় বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম হাজেরা বিবি। নদিয়ার রানাঘাটে বজ্রাঘাতে মৃত্যু হল ২ জনের। গুরুতর জখম আরও ২। তাঁরা রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ভাগীরথীর ঘাটে স্নান করতে যাওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয় একজনের। দ্বিতীয়জন মারা যান বাড়ির সামনেই।

বুধবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। শনিবার বিকেল থেকে দিঘা-গঙ্গাসাগরে মত্স্যজীবীদের নৌকা নামাতে নিষেধ করা হয়েছে। বিভিন্ন এলাকায় ভাঙা বাঁধ সারানো হচ্ছে। উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের।

ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কা। কার্যত লকডাউনের জেরে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত সমুদ্রবাঁধ নির্মাণের কাজ অসমাপ্ত, আতঙ্কিত গ্রামবাসীরা। জলোচ্ছ্বাসের ফলে বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায়, ঝাড়গ্রামেও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফ্লাড সেন্টারে যাওয়ার আবেদন জানানো হচ্ছে প্রশাসনের তরফে। একাধিক স্কুলকে ফ্লাড সেন্টারে পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে। শুকনো খাবার, ওষুধ, ত্রিপল মজুত রাখা হচ্ছে বিডিও অফিসে।

আমফানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে হুগলিতে তত্পর প্রশাসন। জিটি রোডে রাস্তার ওপর ঝুঁকে পড়া গাছের ডাল ছাঁটার কাজ শুরু করল উত্তরপাড়া-কোতরং পুরসভা।

আমফানের স্মৃতি নিয়েই ইয়াসকে ঠেকানোর চেষ্টা দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। প্রশাসনের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে শুরু হয়েছে নদীবাঁধ সংস্কার। জনপদে জলোচ্ছ্বাস রুখতে দিনরাত এক করে চলছে কাজ।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours