⚫ ইরিকেশান ডিপারমেন্টের উদ্যোগে সাগরের পাথর মৌসুমী রায়দিঘি সহ বিভিন্ন জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় সাথে চলছে নদী বাঁধ মেরামতের কাজ নামখানা , মৌসুমী পাতিবুনিয়া ,কচুবেরে ,বেগোয়া খালি।
⚫ পাথর প্রতিমাতে চলছে WBSEDCL ইলেকট্রিক লাইন এর আগাম কাজ, যে যে জায়গায় বড় গাছ রয়েছে সেগুলো আগে থেকেই কাটার ব্যবস্থা করা হচ্ছে, গ্রামের মানুষ দীর্ঘদিন বিদ্যুৎহীন ভাবে কাটিয়েছেন এবারে সেই ব্যাপারটা যাতে না হয় তার জন্য ইলেকট্রিক দপ্তরের এই উদ্যোগ।
⚫ পাথর প্রতিমা ব্যানার্জি বাজারের দিকে চলছে প্রশাসনিক মাইকিং প্রচার, 'ইয়াস' ঝড়ের কারণে আগাম সতর্কতা বার্তা দিচ্ছেন গ্রামের মানুষদের, তারা যাতে যথা সময়ে ঝড়ের আগে ফ্লাড সেন্টারে চলে যান এবং সিনিটাইজার ও মাস্ক ব্যবহার করেন।
⚫ সকাল থেকে এন.ডি.আর.এফ. টিম সাগরের কচুবেড়িয়া, মুড়িগঙ্গা কোম্পানিছাড় এই সব এলাকায় সকাল থেকে মাইকিং করে এর পাশাপাশি সাগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ঝড়ে সতর্ক থাকার জন্য বলছেন, এন.ডি.আর.এফ. -এর টিম,
ঘূর্ণিঝড় মোকাবেলায় কতটা তৎপর সেই বিষয়ে এনডিআরএফের ইন্সপেক্টর সন্দীপ কুমার ঝাঁ কি বললেন দেখুন
#wbsdcl #WBSEDCL #yaas #cyclone #WestBengal #NDRF #ndrfkolkata #cyclone #CycloneAlert
Post A Comment:
0 comments so far,add yours