ভোটে জিতে ক্ষমতায় ফিরলে পরিবার পিছু ৫০০ টাকা করে দেওয়া হবে৷ তপশিলি জাতি- উপজাতির ক্ষেত্রে তা হবে ১০০০ টাকা৷ তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে এটিই ছিল সবথেকে বড় চমক৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন৷
সরকার গঠনের এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন মুখ্যমন্ত্রী৷ এ দিনই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে৷ পাশাপাশি তৃণমূলের আরও দু' টি নির্বাচনী প্রতিশ্রুতিতে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রী ১০ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড দেওয়া এবং দুয়ারে রেশন প্রকল্পের প্রস্তাবেও সম্মতি দিয়েছে মন্ত্রিসভা৷ মুখ্যমন্ত্রী নিজেই এ দিন নবান্নে এ কথা জানিয়েছেন৷
মূলত মহিলা ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই নির্বাচনের আগে পরিবার পিছু এই ৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ কারণ, ভোটের আগে তাঁর ঘোষণা অনুযায়ী প্রতিটি পরিবারের একজন মহিলা সদস্যই এই টাকা পাবেন৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, মহিলাদের হাত খরচার কথা ভেবেই এই ভাতা চালু করবে রাজ্য সরকার৷ তফশিলি জাতি- উপজাতি ভুক্ত পরিবারের ক্ষেত্রে যা হবে ১০০০ টাকা৷ মুখ্যমন্ত্রী বলেন, 'সরকার গঠনের পর এক মাসও হয়নি৷ দলের ইশতাহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কিছুটা রক্ষা করলাম৷'
এর পাশাপাশি উচ্চমাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা দশ লক্ষ টাকার ক্রেডিট কার্ড পাবেন ছাত্রছাত্রীরা৷ তৃণমূলের নির্বাচনী ইশতাহার অনুযায়ী, সরকারই এর গ্যারান্টার থাকবে৷ পাশাপাশি, দুয়ারে রেশন প্রকল্প চালুর সিদ্ধান্তও এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে৷ গত সপ্তাহেই পরীক্ষামূলক রাজ্যের প্রায় সব জেলায় এই প্রকল্প চালু হয়েছে৷
ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড পরিষেবা এবং দুয়ারে রেশন প্রকল্পের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যার নেতৃত্বে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ এর পাশাপাশি, কলকাতা পুলিশে ২৫০০ কর্মী নিয়োগের সিদ্ধান্তেও এ দিন ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷
Post A Comment:
0 comments so far,add yours