তছনছ হয়ে গিয়েছে সাধের দিঘা৷ আর পাঁচজন বাঙালির মতো ইয়াসের দাপটে লন্ডভন্ড হওয়া দিঘার ছবি দেখে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আফশোসটা হয়তো একটু বেশিই৷ কারণ ক্ষমতায় আসার পর গত ১০ বছরে দিঘাকে নতুন করে সাজিয়ে তুলেছে রাজ্য সরকার৷ যার নেপথ্যে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রীর নিজের৷ তাই চেনা দিঘাকে দ্রুত আগের রূপে ফেরাতে এ দিন সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই কাজে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ে দিয়েছেন তিনি৷

এ দিনই দিঘায় গিয়ে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লক উন্নয়ন আধিকারিক ও সরকারি আধিকারিকদের নিয়ে প্রথমে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেলে নিজেই ওল্ড দিঘার সমুদ্র সৈকতে চলে যান মুখ্যমন্ত্রী৷ বিধ্বংসী ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসে কতটা ক্ষতি হয়েছে এলাকার, মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে তা নিজেই দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সৈকত লাগোয়া যে ব্যবসায়ীদের দোকান ভেঙেছে, তাঁদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷
এ দিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, যত দ্রুত সম্ভব দিঘাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে৷ মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের মতো পর্যটনকেন্দ্রগুলিকে নিয়েও একই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এখন থেকে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকবেন মুখ্যসচিব৷ পাশাপাশি, দিঘা সহ মন্দারমণি, তাজপুরের মতো পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত যে সৈকত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির পুনর্গঠনে একটি বিশেষজ্ঞ কমিটিও গড়া হয়েছে এ দিন৷ তার নেতৃত্বতেও থাকছেন মুখ্যসচিব৷ প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কীভাবে এই সমস্ত এলাকায় পুনর্গঠন, সৌন্দর্যায়ন এবং বাঁধ নির্মাণ করা যায়, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে এই কমিটি৷ মুখ্যমন্ত্রী বলেন, 'রূপশী দিঘা পর্যটনকে আকৃষ্ট করে৷ দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছি৷ নতুন করে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে৷ দিঘার যা ক্ষয়ক্ষতি হয়েছে তাতে নতুন সেট আপ করতে হবে৷ মাথায় গুরুত্বপূর্ণ ব্যক্তি না থাকলে হবে না৷ আলাপনের নেতৃত্বেই কাজটা এখন চলবে৷ '
দিঘাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পূর্ত, সেচ দফতরকে বিশেষভাবে উদ্যোগী হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তবে বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙায় এ দিনও সেচ দফতরের ভূমিকার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'কাঁচা মাটি দিয়ে বাঁধ করলে জলের তোড়ে ভেঙে যাচ্ছে৷ টাকা জলে যাচ্ছে আর পকেটে চলে যাচ্ছে৷' একই সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘমেয়াদী সমাধান বের করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, 'সব জায়গায় জলে জলে জলাকার৷ বেশি ক্ষতিগ্রস্ত হলাম ভরা কোটালের জন্য৷ প্রকৃতি মাকে তো আটকানো যায় না৷ কিন্তু স্থায়ী সমাধান চাই৷ একবার আয়লা, একবার আমফান, একবার ইয়াস- আসল আর প্রতি বছর সবকিছু ভেঙে গেল, এ ভাবে তো চলতে পারে না৷ ' বাঁধ শক্তিশালী করতে এ দিনও ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীকে সেচ দফতরের তরফে এ দিনের বৈঠকেই জানানো হয়, দিঘার সৈকত বরাবর মেরিন ড্রাইভের মূল রাস্তার সেভাবে ক্ষতি হয়নি৷ কিন্তু ফুটপাত, গার্ডওয়ালের ব্যাপক ক্ষতি হয়েছে৷ তবে শু
এ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে রাজ্যের ক্ষয়ক্ষতির খতিয়ান জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে দিঘা এবং সুন্দরবনের উন্নয়নের জন্য ১০ হাজার কোটি টাকা করে আর্থিক প্যাকেজের প্রস্তাব দিয়েছে রাজ্য৷
আগামিকাল, শনিবার আকাশপথে পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, জেলার মধ্যে দিঘা, শঙ্করপুর, নন্দীগ্রামের মতো এলাকাগুলিরি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ দিঘা যাওয়ার আগে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ হিঙ্গলগঞ্জ এবং গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকও করেন তিনি৷
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours