একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
তছনছ হয়ে গিয়েছে সাধের দিঘা৷ আর পাঁচজন বাঙালির মতো ইয়াসের দাপটে লন্ডভন্ড হওয়া দিঘার ছবি দেখে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আফশোসটা হয়তো একটু বেশিই৷ কারণ ক্ষমতায় আসার পর গত ১০ বছরে দিঘাকে নতুন করে সাজিয়ে তুলেছে রাজ্য সরকার৷ যার নেপথ্যে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রীর নিজের৷ তাই চেনা দিঘাকে দ্রুত আগের রূপে ফেরাতে এ দিন সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই কাজে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ে দিয়েছেন তিনি৷
এ দিনই দিঘায় গিয়ে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লক উন্নয়ন আধিকারিক ও সরকারি আধিকারিকদের নিয়ে প্রথমে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেলে নিজেই ওল্ড দিঘার সমুদ্র সৈকতে চলে যান মুখ্যমন্ত্রী৷ বিধ্বংসী ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসে কতটা ক্ষতি হয়েছে এলাকার, মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে তা নিজেই দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সৈকত লাগোয়া যে ব্যবসায়ীদের দোকান ভেঙেছে, তাঁদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷
এ দিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, যত দ্রুত সম্ভব দিঘাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে৷ মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের মতো পর্যটনকেন্দ্রগুলিকে নিয়েও একই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এখন থেকে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকবেন মুখ্যসচিব৷ পাশাপাশি, দিঘা সহ মন্দারমণি, তাজপুরের মতো পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত যে সৈকত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলির পুনর্গঠনে একটি বিশেষজ্ঞ কমিটিও গড়া হয়েছে এ দিন৷ তার নেতৃত্বতেও থাকছেন মুখ্যসচিব৷ প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কীভাবে এই সমস্ত এলাকায় পুনর্গঠন, সৌন্দর্যায়ন এবং বাঁধ নির্মাণ করা যায়, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে এই কমিটি৷ মুখ্যমন্ত্রী বলেন, 'রূপশী দিঘা পর্যটনকে আকৃষ্ট করে৷ দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছি৷ নতুন করে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে৷ দিঘার যা ক্ষয়ক্ষতি হয়েছে তাতে নতুন সেট আপ করতে হবে৷ মাথায় গুরুত্বপূর্ণ ব্যক্তি না থাকলে হবে না৷ আলাপনের নেতৃত্বেই কাজটা এখন চলবে৷ '
দিঘাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে পূর্ত, সেচ দফতরকে বিশেষভাবে উদ্যোগী হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তবে বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙায় এ দিনও সেচ দফতরের ভূমিকার সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'কাঁচা মাটি দিয়ে বাঁধ করলে জলের তোড়ে ভেঙে যাচ্ছে৷ টাকা জলে যাচ্ছে আর পকেটে চলে যাচ্ছে৷' একই সঙ্গে মুখ্যমন্ত্রী দীর্ঘমেয়াদী সমাধান বের করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, 'সব জায়গায় জলে জলে জলাকার৷ বেশি ক্ষতিগ্রস্ত হলাম ভরা কোটালের জন্য৷ প্রকৃতি মাকে তো আটকানো যায় না৷ কিন্তু স্থায়ী সমাধান চাই৷ একবার আয়লা, একবার আমফান, একবার ইয়াস- আসল আর প্রতি বছর সবকিছু ভেঙে গেল, এ ভাবে তো চলতে পারে না৷ ' বাঁধ শক্তিশালী করতে এ দিনও ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীকে সেচ দফতরের তরফে এ দিনের বৈঠকেই জানানো হয়, দিঘার সৈকত বরাবর মেরিন ড্রাইভের মূল রাস্তার সেভাবে ক্ষতি হয়নি৷ কিন্তু ফুটপাত, গার্ডওয়ালের ব্যাপক ক্ষতি হয়েছে৷ তবে শু
এ দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে রাজ্যের ক্ষয়ক্ষতির খতিয়ান জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে দিঘা এবং সুন্দরবনের উন্নয়নের জন্য ১০ হাজার কোটি টাকা করে আর্থিক প্যাকেজের প্রস্তাব দিয়েছে রাজ্য৷
আগামিকাল, শনিবার আকাশপথে পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, জেলার মধ্যে দিঘা, শঙ্করপুর, নন্দীগ্রামের মতো এলাকাগুলিরি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ দিঘা যাওয়ার আগে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ হিঙ্গলগঞ্জ এবং গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকও করেন তিনি৷
Post A Comment:
0 comments so far,add yours