ইতালি ছাড়তে পারেন তিনি। আর জুভেন্তাসের হয়ে খেলবেন না। এমনই জল্পনা গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। এবার তুরিনের গ্যারেজ থেকে সাতটি দামি গাড়ি সরালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে গিয়েছিলেন রোনাল্ডো। এবার তা হলে তিনি কোথায় যাবেন! ইতিমধ্যে তুরিনের গ্যারেজ থেকে সাতটি দামি গাড়ি ট্রাকে করে অন্য জায়গায় সরিয়েছেন রোনাল্ডো।
রাতের অন্ধকারে নিজের গাড়িগুলি ট্রাকে তুলেছেন রোনাল্ডো। ফলে তাঁর দলবদলের জল্পনা আরও বেড়েছে।
রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, প্যারিস সাঁ জাঁ বা স্পোর্টিং সিপি। এই ক্লাবগুলির সঙ্গে কথাবার্তা চলছে রোনাল্ডোর। তিনি রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন বলে জল্পনা রয়েছে।
সেমপ্রি ক্যালসিও একটি ভিডিও রিলিজ করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোনাল্ডো ট্রাভেল এজেন্সির ট্রাকে নিজের সাতটি লাক্সারি গাড়ি তুলছেন। তার পর ট্রাকগুলি অজানা গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে। জুভেন্তাসের হয়ে একের পর এক রেকর্ড গড়েছেন রোনাল্ডো। এমনকী একশোতম গোলও করেছেন। তার পরও তিনি কি সত্যিই তুরিন ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন!
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours