অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস শক্তি হারিয়ে  গভীর  নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর। যার ফলে এই মুহূর্তে ঝড় বইছে ঝাড়খণ্ডে। সেই ঝড়ের গতিবেগ  ৭০ থেকে ৯০ কিমি/ঘণ্টার কাছাকাছি থাকার কথা। ফাইল ছবি।


*বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডে হাওয়ার গতিবেগ পৌঁছে যায় ঘণ্টায় ৫৫ কিমিতে। গভীর নিম্নচাপটি এ বারে বিহার-উত্তরপ্রদেশের দিকে সরবে বলেই আবহাওয়া দফতর (IMD) সূত্রে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফাইল ছবি।



ঝাড়খণ্ড যাওয়ার রাস্তায় ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়েছে ইয়াস। ইয়াসের অবস্থানের জেরে আজও পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হবে।পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। পুরুলিয়া-বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। ফাইল ছবি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours