আবহাওয়া দফতর জানিয়েছে ২৬ তারিখ দিঘা এবং পারাদ্বীপের মাঝে কোনও একটি জায়গায় আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় যশের। সেকারণেই এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। এছাড়া সুন্দরবন, দুই ২৪ পরগনা, কলকাতা শহরেও যশ বা ইয়াসের প্রভাব পড়বে।
 তবে আম্ফান যেমন শহরের উপর দিয়ে বয়ে গিয়েছিল। যশ কলকাতা শহরে সেই তাণ্ডব চালাবে না। তবে ২৩-২৪ তারিখ থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

২৩ মে থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘণ্টায় ৪৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিমি। ২৩ মে'পর থেকে হাওয়ার বেগ আরও বাড়তে থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। ২৩ মে থেকে সমুদ্রে
 মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের ২৩ তারিখ সকালের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, গত বছর আমফানের তাণ্ডবে তছনছ হয়েছিল বাংলার একাংশ। এবার ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন।

Source : News18Bangla

RADIO KAKDWIP : (Online Radio station) facebook.com/radiokakdwip 
Instagram.com/radiokakdwip
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours