ইয়াস আসার পূর্বমুহূর্তেই জলমগ্ন গঙ্গাসাগর। ইয়াস আসার কয়েক ঘণ্টা আগে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর বেশ কিছুটা নদী বাঁধ ভেঙে যাওযায় ফলে জলমগ্ন মুড়িগঙ্গা শিলপাড়া সহ আরো কয়েকটি গ্রাম। একদিকে ঝোড়ো হাওয়া ফলে উত্তাল নদী ওই কারণে নদীতে প্রবল জলোচ্ছ্বাস দেখা দেয়, আর এক দিকে মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে জল ঢোকার ফলে প্রায় ৫০০ থেকে ৬০০ বাড়ি জলমগ্ন আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ,
এর পাশাপাশি গঙ্গাসাগরের বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভাঙ্গার ফলে বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে গেছে যেমন কচুবেড়িয়া, মুড়িগঙ্গা, শিলপাড়া, কোম্পানিছাড়, সুমতিনগর, বঙ্কিমনগর, মৃত্যুঞ্জয়নগর, গোবিন্দপুর, সাউঘেরী, মহিষামারী, বোটখালি, ধব্লাট, এর পাশাপাশি কপিলমুনি মন্দিরও পুরো জলমগ্ন,
এর পাশাপাশি ঘোড়ামারাদ্বীপ পুরোটাই জলমগ্ন,
গঙ্গাসাগরে সব মিলিয়ে প্রায় কয়েক হাজার বাড়ি এই প্রবল জলোচ্ছাসে এর ফলে ক্ষতি হয়ে গেছে, এই প্রবল জলোচ্ছাসে ফলে আতঙ্কে রয়েছে গঙ্গাসাগরবাসী। দেখছেন সকাল বেলার সরাসরি চিত্র গঙ্গাসাগর কপিল মুনি মন্দিরের সামনে থেকে।
Post A Comment:
0 comments so far,add yours