গত বছরই আমফানের তান্ডবলীলা দেখেছে বাংলা। তাই এই বছর একই সময় ঘূর্ণিঝড় যশের পূর্বাভাসে ভয়ে কাঁটা হয়ে রয়েছে উপকূল এলাকা তথা পশ্চিমবঙ্গবাসী। ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas) এর গতিপ্রকৃতি নিয়ে তটস্থ আবহাওয়া দফতরও (Weather Office)। জানা যাচ্ছে শনিবারই পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে সোমবার। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে এই ঝড়। সম্ভবত আগামী বুধবার বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ বা ইয়াস।

এদিকে, গত কয়েকদিন থেকেই গা জ্বালানি গরমে হিমশিম খাচ্ছেন বঙ্গবাসী। বৃষ্টির দেখা নেই। ভোর হতে না হতেই চড়া রোদে নাজেহাল অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। ২৫ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতেও।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours