কোভিডের চিকিৎসায় ব্যবহারের জন্য আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি)। তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এই ওষুধের উদ্বোধন করেন। এরপরই বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় ২-ডিজির ১০ হাজার প্যাকেট।

এটি এক ধরনের থেরাপিউটিক প্রয়োগ যা কোভিড রোগীদের সুস্থ করে তুলতে অনুঘটকের মতো কাজ করবে। ক্লিনিক্যাল ট্রায়ালে পাশ করেছে এই ওষুধ। ২-ডিজি ওষুধে কোভিড আক্রান্ত শরীরে অক্সিজেনের প্রয়োজন হবে না।  

হায়দরাবাদের রেড্ডিজ ল্যাবরেটরিজের সঙ্গে পরীক্ষাগার নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস) জোট বেঁধে তৈরি হয়েছে ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ। জলে গুলে খেতে হবে এই ওষুধ। করোনার কার্যক্ষমতা কমাতে সক্ষম এই ওষুধ।

২০২০ সালের এপ্রিলেই বিজ্ঞানীরা এই সাফল্য পৌঁছেছিলেন। তারপর থেকে ট্রায়াল চলে হাসপাতালে। দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং তামিলনাড়ুর মোট ২৭টি কোভিড হাসপাতালে চলেছে তৃতীয় ট্রায়ালের পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো গিয়েছে। এরপরই জরুরিকালীন ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়। 


TAGS
DRDO
RAJNATH SINGH
HARSH VARDHAN
2 DG

Next Article

আক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেক বেশি, তবে ভয় পাওয়াচ্ছে মৃত্যু সংখ্যাআক্রান্তের চেয়ে সুস্থতার হার অনেক বেশি, তবে ভয় পাওয়াচ্ছে মৃত্যু সংখ্যা
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় রেকর্ড মৃত্যু, ঊর্ধ্বমুখী সংক্রমণের হারওগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় রেকর্ড মৃত্যু, ঊর্ধ্বমুখী সংক্রমণের হারও   
‘ব্ল্যাক ফাঙ্গাস’ নিয়ে আতঙ্ক! কারণ ও প্রতিরোধের বিষয় স্পষ্ট করল AIIMS‘ব্ল্যাক ফাঙ্গাস’ নিয়ে আতঙ্ক! কারণ ও প্রতিরোধের বিষয় স্পষ্ট করল AIIMS
করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে সিদ্ধহস্ত Covaxin, জুটল আন্তর্জাতিক খেতাবকরোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে সিদ্ধহস্ত Covaxin, জুটল আন্তর্জাতিক খেতাব
করোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে সিদ্ধহস্ত Covaxin, জুটল আন্তর্জাতিক খেতাবকরোনার নতুন স্ট্রেনের সঙ্গে লড়তে সিদ্ধহস্ত Covaxin, জুটল আন্তর্জাতিক খেতাব
Trending News
LOCKDOWN
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ,হাওড়ায় যাত্রী ভোগান্তি,২৪ ঘণ্টার খবরে তৎপর প্রশাসন
COVID-19
প্রতিটি জেলার COVID19 হেল্পলাইন নম্বর টুইট ডেরেকের, সঙ্গে মোদী-অমিত-জগদীপকে খোঁচা
WEST BENGAL
ফিরছে বিধান পরিষদ, জেনে নিন এই কক্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
OXYGEN TREES
হাসপাতালে বেড অমিল, অক্সিজেন বাড়াতে নিমগাছের তলায় আশ্রয় করোনা রোগীদের
DOCTORS
CORONA-র দ্বিতীয় ঢেউ ২ মাসে কাড়ল ২৬৯ ডাক্তারের প্রাণ, গতবছর ১০০০

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours