১২ হাজারির ক্লাবে রোহিত শর্মা, সামনে শুধুই বিরাট কোহলি!
উল্টোডাঙা ফুটওভার ব্রিজে ওইটা কী? তুমুল হইহই
হিন্দু হয়েও কোন ‘বুদ্ধির জোরে’ জঙ্গির AK 47-এর নলের মুখ থেকে ফিরলেন দেবাশিস?
মধ্যরাতে ডাক পড়ল পাক কূটনীতিকের, ৭ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ
বৈসরনে সেই রিসর্টের বাইরে রিলস বানাচ্ছিলেন পর্যটক, আচমকাই গুলির শব্দ-আর্তচিৎকার, পরের মুহূর্তেই…ভয়াবহ ছবি পর্যটকের পোস্ট করা ভিডিয়োয়
ইয়াস দাপটের পরেই আজ সকালে জলমগ্ন বহু এলাকায়। বাদ রইলো না কাকদ্বীপ হসপিটাল ও। একদিকে ইয়াসের দাপট তার সাথে চন্দ্র গ্রহণ ও পূর্ণিমা কটাল থাকার কারণে বহু এলাকায় নদীর জল উপচে উঠে আসে। কিছু একলায় সরাসরি বাঁধ ভেঙে জল ঢোকে, এবং কিছু এলাকায় খাল বিল এর জল বেড়ে গিয়ে এলাকায় জল প্রবেশ করে। এর মধ্যে কাকদ্বীপ হসপিটাল, বড় বাজার, কাকদ্বীপ ইয়াংস্টাফ মোড়, গোয়ালার চক, কাকদ্বীপ রেলব্রিজ, কাকদ্বীপ নতুনরাস্তা, পাথর প্রতিমা ব্যানার্জি বাজার, নামখানা আরও বিভিন্ন এলাকায়। সকাল থেকেই কিছু কিছু জায়গায় এখনো চলছে বাঁধ মেরামতির কাজ। সকাল থেকেই আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে লাইভ করেছেন।
অন্যদিকে গত কাল ইয়াস এর দাপটের আগেই কাকদ্বীপ এর উপকূল বর্তি এলাকা গুলো ঘুরে দেখেন কাকদ্বীপ বিধায়ক মন্টুরাম পাখিরা মহাশয়, এবং আজ তিনি প্রত্যেক ফ্লাড সেন্টারে গিয়ে মানুষদের দেখে আসেন যে , তারা নিরাপদ আছেন কি না।
Post A Comment:
0 comments so far,add yours