নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় আনা হল তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়। চোট পাওয়ার পর তিনি গাড়ির সামনের সিটেই বলেছিলেন। পরে যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাঁকে পিছনের সিটে বসানো হয়। সাড়ে ১২ নম্বর কেবিনে তাঁকে প্রাথমিক অ্যাসেসমেন্ট করা হচ্ছে। চিকিৎসকরা স্টেবিলাইজ করার চেষ্টা করছেন। এক্স-রে করার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যান্য পরীক্ষা করার প্রক্রিয়াও শুরু হয়েছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা এসেছেন। পায়ের চোট গুরুতর বলে মনে করছেন চিকিৎসকরা। পরে এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হবে। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুক, বাঁ পায়, কোমড়ে, চোট পেয়েছেন তিনি। এসএসকেম-এর উর্ডবার্ন ব্লকে ভর্তি মুখ্য়মন্ত্রী। হাসপাতালে অভিষেক (Abhishek Banerjee), ফিরহাদ হাকিম (Firhad Hakim), অরূপ (Arup Biswas)। ব্যথা কমানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করা হবে। পোর্টেবল মেশিনে এক্স-রে করা হয়। হাসপাতালে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রাজ্য়পালকে দেখে 'গো ব্যাক' স্লোগান তোলেন অনেক তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কর্মী-সমর্থকরা আগে থেকেই সেখানে ছিলেন। 

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours

Back To Top