দক্ষিণ ২৪ পরগনা জেলায় মুড়িগঙ্গা নদীতে জলপথে চলছে নাকা চেকিং এবং গঙ্গাধরপুর অদ্যবাজারের কাছেই চলছে চেকিং এবং গঞ্জের 
বাজার  কারণ সামনে ইলেকশন, সেই জন্য সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক ও সাগর থানার 
পক্ষ থেকে আজকের বাংলাদেশের  জাহাজ গুলি গঙ্গাসাগর ও ঘোড়ামারা দ্বীপের মাঝখানে মুড়িগঙ্গা নদীর উপর দাঁড় করিয়ে চেকিং চলছে,
উপস্থিত ছিলেন সাগর থানার ওসি বাপি রয় , 
সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক এর এডিশনাল এসপি সন্তোষ কুমার মন্ডল, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কে রানবির সিং,
ভিডিও লিংক:  https://www.facebook.com/watch/?v=1147516615697707
 
এস ডিপিও সাগর দীপাঞ্জন চ্যাটার্জী, সার্কেল ইন্সপেক্টর সাগর, চন্দন কুসুম দাস, 
এবং সেন্ট্রাল ফোর্স.
অন্যদিকেও গঙ্গাধর পুর, ইলেকশন কমিশনারের নির্দেশে এবং সিভিল ডিপার্টমেন্টের প্রশাসনের নির্দেশে ব্রিজের কাছেই নাকা চেকিং পয়েন্টে চেকিং চলছে উপস্তিত রয়েছেন পাথর প্রতিমা 
থানা প্রশাসন। গঙ্গাধরপুর অদ্যবাজারের কাছেই চলছে চেকিং এবং গঞ্জের বাজার এলাকায় চলছে নাকা চেকিং। পুলিশ ও এস. এস. টি.(SST) টিম যৌথ ভাবে এই কাজটি করছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours