একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
ভাত, রুটি, বেগুনভাজা, সবজি, ডাল, পনিরের তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস দিয়ে মধ্যাহ্নভোজ সারছেন অমিত শাহ। তাঁর সঙ্গে রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ
নারায়ণপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর শাহী লাঞ্চ। ইতিমধ্যেই মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ।
* কলকাতায় দিদির কানে জয় শ্রী রাম ধ্বনি পৌঁছতে হবে।
* মমতা দিদির সরকার সরিয়ে বিজেপি আনা লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য বাংলার পরিবর্তন, উন্নয়ন।
* বাংলা থেকে সিন্ডিকেটরাজ হঠাতে হবে।
* ভারতকে সোনার বাংলা গড়ার স্বপ্ন মোদিজীর।
* কেন্দ্রের সব সুবিধে থেকে বঞ্চিত বাংলা।
* পরিবর্তন মানে ক্ষমতার বদল নয়, পরিবর্তন মানে বাংলার সামগ্রিক উন্নয়ন।
* গঙ্গাসাগরের মেলা এবার আন্তর্জাতিক স্তরে হবে।
* পরিবর্তন যাত্রার পঞ্চম পর্বের সূচনা হবে।
* লকডাউনের সময়ে কেন্দ্রের পাঠানো চাল চুরি গেছে।
* দেশের মৎসজীবীদের জন্য বিশেষ প্রকল্প।
* গঙ্গাসাগরকে সাংস্কৃতিক কেন্দ্র বানানো হবে।
* ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
* বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করব।
* কাটমানি সংস্কৃতি বন্ধ করতে হবে।
Post A Comment:
0 comments so far,add yours